জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সংক্রান্ত সেবার পরিধি ও মান উন্নয়নসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ থেকে ২৫ জানুয়ারি ‘জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উদযাপন হচ্ছে। এ উপলক্ষে সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ইং তারিখে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে সিভিল সার্জন ডা: মো: আব্দুল মোমেন এর নেতৃত্বে এক সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সিভিল সার্জন মহোদয় বলেন জরায়ু ও স্তন ক্যান্সার মরণ ব্যাধি, যা প্রাথমিকভাবে সাধারণত কোনো দৃশ্যমান পূর্ব লক্ষণ প্রকাশ করে না কিন্তু নিয়মিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এই ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব। শুরুতে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অনেক মা-বোনের জীবন রক্ষা করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস